জামালপুর সদর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর সদর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।
জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামানসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এর আগে একই স্থানে জামালপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।