বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর বেলা ১২টায় বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ওই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বকশীগঞ্জ পৌরসভা থেকে শুরু করে বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিপন মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রাতে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, আব্দুল্লাহ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মিষ্টার রানা, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ার হোসেন বাহাদুরসহ বাসচালক, ট্রাকচালক, সিএনজিচালক, মালিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপয পূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।