ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

বাংলারচিঠিডটকম ডেস্ক : চট্টগ্রামের বন্দর নিমতলীর একটি বাসা থেকে বাবা ও শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন মো. আরিফ (৩২) ও তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল। হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।

তিনি আরো বলেন, নিহত শিশুর মা হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দাম্পত্য বিরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসিনা বেগমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের কল্যাণ বিষয়ে জামালপুরে এনজিওদের সাথে সমন্বয় সভা

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯

বাংলারচিঠিডটকম ডেস্ক : চট্টগ্রামের বন্দর নিমতলীর একটি বাসা থেকে বাবা ও শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে নিমতলার বুচুইক্যা কলোনির তিনতলা বাসার নিচতলার বাসায় তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন মো. আরিফ (৩২) ও তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমা। আরিফ পেশায় দিনমজুর।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে পড়ে ছিল। হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।

তিনি আরো বলেন, নিহত শিশুর মা হাসিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দাম্পত্য বিরোধে এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক হাসিনা বেগমকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।