জামালপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
চেতনার জাগরণ সৃষ্টির মাধ্যমে সমাজের সকল প্রকার অসঙ্গতি, নৈরাজ্য, দুর্নীতি, নারী শিশু নির্যাতন প্রতিরোধসহ মানুষের বাস উপযোগী সমাজ বিনির্মাণের লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা কাজ করছে। সম্প্রতি জামালপুরে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে গঠন করা হয় জেলা কমিটি। ১৮ অক্টোবর নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম।
জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, আমির উদ্দিন, সাযযাদ আনসারী, জেলা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, যুগ্মসাধারণ সম্পাদক সানোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুব আলম তপন, প্রচার সম্পাদক তানভীর আহমেদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক দিলশাদ বেগম শর্মী প্রমুখ।

সভায় এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য নভেম্বর মাসে কর্মশালার আয়োজন, আগামী তিনমাস সদস্য সংগ্রহ অভিযান, উপজেলা কমিটি পর্যায়ে কমিটি গঠন, বিভিন্ন তাৎক্ষণিক ইস্যুতে কর্মসূচি গ্রহণসহ প্রতিটি সদস্য সম্মিলিত সামাজিক আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।