দেওয়ানগঞ্জ পৌর শাখা কৃষক দলের কমিটি গঠিত

নেতৃবৃন্দদের হাতে কমিটি তুলে দেন জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শাখা কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৩ অক্টোবর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি হস্তান্তর করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ৭১ সদস্য বিশিষ্ট দেওয়ানগঞ্জ পৌর শাখা কৃষকদল কমিটির অনুমোদন দেন জেলা কৃষকদলের সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার।

নবগঠিত কমিটিতে সভাপতি নুর মোহাম্মদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মন্ডল, যুগ্মসাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও রিপন দেওয়ানকে সাংগাঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানীসহ কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad