জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
‘আবরার হত্যাকান্ড বাক স্বাধীনতরা উপর নিষ্ঠুরতম আঘাত’ এই প্রতিপাদ্য নিয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৪ অক্টোবর সকালে শহরের বকুলতলা মোড়ে সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি এ কর্মসূচির আয়োজন করে।
সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য শামীমা খান, মনোয়ারা খানম, রনজিত বিশ্বাস খোকন, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, ইয়েস দলনেতা সিরাজুল ইসলাম রনি প্রমুখ।
বক্তারা ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল ছাত্র সংগঠনসহ শিক্ষাঙ্গনকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানান। একই সাথে বক্তারা আবরার হত্যাকান্ডের প্রেক্ষিতে কর্তৃপক্ষ যেসব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করাসহ ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে দুর্বৃত্তায়ন থেকে যারা লাভবান হয়েছেন তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।