সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রুবেল মিয়া নামের এক যুবকের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। ১৩ অক্টোবর দুপুরে পৌরসভার কামরাবাদ ব্যপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ ব্যপারীপাড়া গ্রামের বাবলু মিয়া মিয়ার ছেলে রুবেল হোসেন (২৫)। তিনি র্দীঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় জীবন যাপন করে আসছিলেন। প্রতিদিন তাকে নেশার টাকা না দিলে পরিবারের লোকজনকে নির্যাতন করতেন। এ ঘটনায় বাবা, মা বাড়িঘর ছেড়ে দিয়ে অন্যত্র বসবাস শুরু করেন কয়েক দিন হয় এবং তাকে আর নেশার টাকা দেওয়া হয় না গত দুই দিন হয়। ১৩ অক্টোবর দুপুরে রুবেল হোসেনের দাদি রোহিতন বেগম তাকে দেখতে আসেন। রুবেল হোসেনের বসত ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দেন রোহিতন বেগম এবং দেখতে পান ঘরের সিলিংয়ের সাথে ফাঁসিতে ঝুলতে। পরে আশপাশের লোকজন সংবাদ দিলে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সরিষাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ফাঁসিতে ঝুলে রুবেল হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।