লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম
ঢাকাস্থ ইসলামপুর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ৪০টি ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন করা হয়েছে। ১১ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ডাস্টবিন স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা।
ছাত্র কল্যাণ পরিষদের সভপতি রকিবুল হাসান রাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি জোবায়ের হোসেন অপু, যুগ্মসম্পাদক মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহীন ও সাংগঠনিক সম্পাদক সোলায়মান ইসলাম সুমন উপস্থিত ছিলেন।