সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধে বাউসি পপুলার মোড়ে ১৯৭১ সালে ১০ অক্টোবর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সকালে পৌর এলাকায় বাউসি পপুলার বিজয় স্বরণী মোড়ে এ স্বরণসভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
সভায় অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়খ মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।
স্মরণসভা শেষে উপজেলা পরিষদে সর্বস্তরের সুধী সমাবেশ করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।