জামালপুর পৌর কর্মচারী সংসদের অভিষেক

শপথ নেন জামালপুর পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান ১০ অক্টোবর বিকেলে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ ও সায়মা হামজা সিমি, কাউন্সিলর জামাল পাশা, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসরিন আক্তার ও স্বপ্না আক্তার লিপি প্রমুখ।

এ সময় শপথবাক্য পাঠ করেন জামালপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহাবুব আলম মনজু, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মজুদ আলী, কোষাধ্যক্ষ মো. হেলাল উদ্দিন আকন্দ, প্রচার সম্পাদক মো. ইদু শেখ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. আছুয়াত হোসেন শ্যামল, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার মুক্তি, কার্যকরি সদস্য মো. আমজাদ হোসেন রুবেল ও মো. সুজন মিয়া।

পরে পৌরকর্মচারীরা পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।

sarkar furniture Ad
Green House Ad