সম্রাটের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

বাংলারচিঠিডটকম ডেস্ক : বুকে ব্যথা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার চিকিৎসায় এরই মধ্যে ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে, উন্নত চিকিৎসার জন্য সম্রাটকে দেশের বাইরে নেয়ার দাবি তার আইনজীবীদের।

বুকে ব্যথা নিয়ে ৮ অক্টোবর সকালে হৃদরোগ ইন্সটিটিউট এর সিসিইউ তে এ ভর্তি হন কারাবন্দী যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। প্রাথমিক পরীক্ষা শেষে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হলেও পরে সদস্য সংখ্যা বাড়িয়ে সাত করা হয়।

চিকিৎসকরা জানান, সম্রাটের শারীরিক অবস্থা স্থিতিশীল। এখন পর্যন্ত করা সবকটি পরীক্ষার রিপোর্ট ভালো বলেও জানান তারা।

সম্রাটের চিকিৎসক বলেন, তিনি এখন ভাল আছেন। তার পরীক্ষাগুলো চলে এসেছে। রিপোর্ট ভাল এসেছে।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।

সম্রাটের আইনজীবী বলেন, যেহেতু উনি দেশের বাইরে চিকিৎসা করেছেন তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেয়ার আবেদন জানাচ্ছি।

৬ সেপ্টেম্বর কুমিল্লা থেকে আটকের পর কাকরাইলে তার কার্যালয়ে অভিযান চালিয়ে ক্যাঙ্গারুর চামড়া সংরক্ষণের দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাদক ও অবৈধ অস্ত্র রাখার দায়ে ৭ অক্টোবর রমনা থানায় ২টি মামলা দায়ের করে র্যা ব।

sarkar furniture Ad
Green House Ad