সরিষাবাড়ীতে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উদ্বোধনী খেলায় অংশ নেয় সরিষাবাড়ী ফুটবল একাদশ ও তারাকান্দি মরহুম ইব্রাহীম মাস্টার ফুটবল একাদশ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।

৬ অক্টোবর বিকালে এম এ জলিল রতনের আয়োজনে পোগলদিঘা এস ই এস ডি পি মডেল হাই স্কুল মাঠে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুটবল খেলা উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এম এ জলিল রতন, রনি মিয়া, সোহেল রানা, আব্দুর রহিম রাঙ্গা প্রমুখ।

উদ্বোধনী খেলায় সরিষাবাড়ী ফুটবল একাদশ বনাম তারাকান্দি মরহুম ইব্রাহীম মাস্টার ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় তারাকান্দি মরহুম ইব্রাহীম মাস্টার ফুটবল একাদশ বিজয়ী হয়। এ টুর্নামেন্টে ১৬ দল অংশ নিবেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন।

sarkar furniture Ad
Green House Ad