মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে শহর বিএনপি। ৪ অক্টোবর জুম্মা নামাজের পর জামালপুর শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর শহর বিএনপি।
শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল ও যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দল্লাহ আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। আলোচনা সভা শেষে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।