মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩ অক্টোবর সকাল ১০টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দের হাতে এ কমিটি তুলে দেন জেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
জাকিউল ইসলামকে সভাপতি, ওয়াদুদ আলীকে সাধারণ সম্পাদক ও ডাক্তার রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ও জ্যেষ্ঠ সহ-সভাপতি সালেহীন মাসুদ, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সরকার সুলতান আহমেদ বাদশা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালেহীন শাহীনসহ অন্যান্য কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।