বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় ‘ক্ষুদ্র বিনিয়োগের সম্প্রসারণ, গ্রাম-বাংলার উন্নয়ন’ স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে। ১ অক্টোবর বিকালে ব্যাংক ভবনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক উবায়দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন মাহবুবুর রহমান, আরডিএস প্রকল্পের মহসিন আলী, বিনিয়োগ ইনচার্জ রবিউল ইসলাম প্রমুখ। এতে বিভিন্ন কেন্দ্রের আরডিএসের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আরডিএস প্রকল্পের উদ্যোগে ৮০০ নতুন সদস্য সংগ্রহ করা হবে এবং বিনিয়োগ বিতরণ করা হবে।