জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, হযরত আলী রিপন ও উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম ও লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সুলতান নাসির উদ্দিন বাবলু।

sarkar furniture Ad
Green House Ad