জামালপুর ও শেরপুরের পূজা উদযাপন কমিটির সাথে র‌্যাবের জামালপুর ক্যাম্পে মতবিনিময়

র‌্যাবের সাথে জামালপুর ও শেরপুর জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শারদীয় দুর্গা পূজা চলাকালীন আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জামালপুরে র‌্যাবের  সাথে জামালপুর ও শেরপুর জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পে এ সভার আয়োজন করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার, উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ জামালপুর ও শেরপুর জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে দুর্গা পূজা চলাকালীন আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মতবিনিময় সভা করেন ।

সভায় জামালপুর জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় এবং শেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আইনজীবী সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

sarkar furniture Ad
Green House Ad