নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
বন্যা পরবর্তী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাকের উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ টি এম সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। ২৪ সেপ্টেম্বর সকালে ব্র্যাকের দেওয়ানগঞ্জ কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং হাইজিন প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি হাইজিন প্যাকেটে ছিল একটি ঢাকনাসহ বালতি, স্যাভলন বোতল একটি, হুইল পাউডার এক কেজি, হুইল সাবান তিনটি, লাইফবয় সাবান দুটি, ভিমবার দুটি এবং ও ১০টি করে খাবার স্যালাইন।
ত্রাণ বিতরণের সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী, দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হাসান, ব্র্যাক প্রধান কার্যালয়ের ব্র্যাক হিউমেরিটিয়ান কর্মসূচির কর্মকর্তা বায়জিদ বোস্তামী, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, ব্র্যাকের দেওয়ানগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. আতাউর রহমান, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. ফারুক হোসেন, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামসহ ব্র্যাকের দেওয়ানগঞ্জ কার্যালয়ের সকল কর্মসূচির কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ সেপ্টেম্বর আরো ৬০০টি পরিবারের মাঝে একই প্রকারের ত্রাণ বিতরণ করা হবে।