ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর উপজেলার ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ইসলামপুর থানা পুলিশ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া। তিনি বলেন, সমাজের সকল অপকর্ম রোধে পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে। পুলিশের পাশাপাশি জনগণের সচেতনতাই পারে এলাকার শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে রোধে পুলিশ জিরো টলারেন্স রয়েছে। সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।এ সময় তিনি শিক্ষকদের শ্রেণিকক্ষে মাদক, বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করারও পরামর্শ দেন ।
ডিগ্রিরচর তদন্ত কেন্দ্র ইনর্চাজ মো. দেলুয়ার হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চর গোয়ালিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলিনূর ইসলাম, শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।