কুলকান্দি ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন, ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নিতে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। ১২ সেপ্টেম্বর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরী জানান, কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুবাইদুর রহমান, সতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান, নূর ইসলাম, আনিছুর রহমান ও কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হযরত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং ১৪ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।