দেওয়ানগঞ্জে ৫৮০টি ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে রাশেদ আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর সকালে উপজেলার সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ রহিমপুর এলাকা থেকে ৫৮০টি ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের মহর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২ সেপ্টেম্বর সকালে রাজীবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিলা পরিবহনের বাসযোগে মাদক কারবারি রাশেদ আলী ইয়াবা বড়ি নিয়ে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। এর ভিত্তিতে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ফরহাদ আলী পুলিশ ফোর্স নিয়ে দক্ষিণ রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে তল্লাশি চকি বসান। এসময় নাবিলা পরিবহনের বাস থামিয়ে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকার ৫৮০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি রাশেদ আলীকে গ্রেপ্তার করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী রাশেদ আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে সৌপর্দ করা হয়েছে।