জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সেবার মান ও গুনগত আরো উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২৯ আগস্ট সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম সুহেল মাহমুদ, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিকিৎসক আব্দুল বাতেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএস মিজানুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সায়মা হামজা সিমি প্রমুখ।

সভায় স্বাস্থ্য সেবার মান, কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্ব পালন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়ন্ত্রণ, দালাল নিয়ন্ত্রণ, যানবাহন নিয়ন্ত্রণ, হাপাতালের অভ্যন্তরে ও গেটের বাইরে অবস্থানকৃত বেসরকারি অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধ করা, পৌরসভা কর্তৃক জমাকৃত ময়লা, আবর্জনা অপসারণ করা, জনবল সঙ্কট দূর করা, সিটিস্ক্যান, এমআরআই স্থাপন, সিসিইউ, আইসিইউ চালু করা, ক্যান্টিন স্থাপন, ওষুধের দোকান স্থাপনসহ নার্স ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আচরণ ও দায়িত্ব যথাযথভাবে পালন বিষয়ক আলোচনা করা হয়।