জামালপুরে ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম নিয়ে জেলা এডভোকেসি সভা

জামালপুরে ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম নিয়ে জেলা এডভোকেসি সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আগামী ২৪-২৯ আগস্ট ক্ষুদে ডাক্তার দিয়ে জামালপুরের সকল বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা উপলক্ষে ১৯ আগস্ট জামালপুরে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত এডভোকেসি সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হেলিম ফকির, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবির উদ্দিন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ কে এম শহিদুর রহমান, ইসলামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. খলিলুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

আলোচকরা বলেন, ক্ষুদে ডাক্তারদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। অনেক সংক্রামক ও অসংক্রামক ব্যাধির হাত থেকে রক্ষা পাবে। শিক্ষার্থীরা সচেতন হলে এর প্রভাব পড়বে পরিবারের ওপর। এতে করে প্রত্যেকটি পরিবারের সদস্যরা শারীরিকভাবে নিরোগ থাকবে। ব্যক্তিগত, পারিবারিক এবং বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে চলমান ডেঙ্গু আতঙ্কমুক্ত থাকা যাবে।

ক্ষুদে ডাক্তাদের কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাঝে সুসমন্বয় থাকা জরুরি এবং শিক্ষকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন আলোচকবৃন্দ। সপ্তাহব্যাপী ক্ষুদে ডাক্তারদের কার্যক্রম সফল করার জন্য আয়োজক প্রতিষ্ঠান সবাইকে আহ্বান জানান।