জামালপুরে নিউজ টোয়েন্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপিত

নিউজ টুয়েন্টিফোর এর প্রতিষ্ঠাবার্ষিকীর  কেক কাটেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে সংবাদ ভিত্তিক টেলিভিশন নিউজ টুয়েন্টিফোর এর ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জুলাই সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন। এছাড়াও জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আইনজীবী ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে শুরুতেই সবাইকে নিউজ টুয়েন্টিফোর টিভির ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানান জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

sarkar furniture Ad
Green House Ad