সানন্দবাড়ীতে সাপের কামড়ে বন্যার্ত এক বৃদ্ধের মৃত্যু

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিমপাড়া গ্রামে বন্যা কবলিত মো. মজিবুর রহমান (৭০) নামের একজন বৃদ্ধ সাপের কামড়ে মারা গেছেন। ১৮ জুলাই গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়।
পারিবারিক সূত্র জানায়, বৃদ্ধ মজিবুর রহমান ১৮ জুলাই রাতে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তাকে সাপের কামড়ে তিনি মারা যান। ১৯ জুলাই সকাল ১০টায় তার বাড়ির সামনে জানাযা অনুষ্ঠিত হয়। বাড়ির চারদিকে বন্যার পানি উঠায় লাশ দাফনের জায়গা না থাকায় তাকে তার ঘরের মেঝেতেই দাফন করা হয়।