সাংস্কৃতিক সংগঠনের অনুদান বৈষম্যের প্রসঙ্গে মাদারগঞ্জে স্মারকলিপি পেশ

জি বি এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম
সাংস্কৃতিক সংগঠনকে প্রদেয় অনুদানে বৈষম্য ও অপ্রতুলতা প্রসঙ্গে সারাদেশে একযোগে প্রতি জেলায় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার খালেদ মোশারফ অঞ্চলের জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাট্যসংগঠন চারণ থিয়েটার।
১৯ জুন বেলা ১২টায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দেন চারণ থিয়েটারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন, সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান সরকার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জি বি এম রুবেল আহম্মেদ ।
প্রসঙ্গত, হাতের মুঠোয় হাজার- বছর আমরা চলেছি সামনে, শ্লোগানকে ধারণ করে বাংলার হাজার বছরের সংস্কৃতি বিকাশ ও দেশের সমৃদ্ধির সাথী হতে গ্রাম থিয়েটার কাজ করে যাচ্ছে ও যাবে। পাশাপাশি ২০১৯-২০ অর্থ বছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ হ্রাস পাওয়ায় সংগঠনগুলো গভীর হতাশায় পরেছে। সংস্কৃতি বাজেট হ্রাস পাওয়া মানে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়া। সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে গেলে মৌলবাদের উত্থান ও নেশার বিস্তার ঘঠবে বলে মনে করেন গ্রাম থিয়েটার।