ইসলামপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মুকুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৩১ মে সকালে এ ঘটনা ঘটে। নিহত মুকুল মিয়া উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন মরাকান্দি গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ৩১ মে সকালে জমিতে ধান কাটতে যান কৃষক মুকুল মিয়া। সেখানে বৈদ্যুতিক সেচপাম্পের পরিত্যাক্ত ছেঁড়া তার মাটিতে পড়ে ছিল। মুকুল মিয়া বিদ্যুতের ওই তার সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্ত্রী মোছা. জায়েদা খাতুন জানান, তার স্বামী মুকুল মিয়া ধান কাটতে কামলা দিতে গেলে সেখানে এ দুর্ঘটনা ঘটে।

ইসলামপুর থানার উপপ‌রিদর্শক ( এসআই) হাসমত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

sarkar furniture Ad
Green House Ad