সরিষাবাড়ী খাদ্যগুদামে বোরো চাল সংগ্রহ শুরু

সরিষাবাড়ীতে বোরো চাল সংগ্রহের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যগুদামে চাতাল মিল মালিকদের কাছ থেকে বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৪ মে দুপুরে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো চাল সংগ্রহের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শহীদুল্লাহ, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, বিআরডিবির চেয়ারম্যান কামাল পাঠান, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন, বোরো ধান সংগ্রহ কমিটির কৃষক প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল, তারাকান্দি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক প্রমুখ।

উল্লেখ যে, বোরো চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ হাজার ৯৮২ মেট্রিক টন। আতব চাল ৩৭১ মেট্রিক টন আর সিদ্ধ চাল ২ হাজার ৬১১ মেট্রিক টন ক্রয় করা হবে। সরকারিভাবে প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৩৬ টাকা করে।

sarkar furniture Ad
Green House Ad