
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর পৌরসভার দক্ষিণ কাছারিপাড়া এলাকা ও আশপাশের মুসুল্লিদের সাথে নিয়ে খেজুরতলা মসজিদে দোয়া ও ইফতার মাহফিল করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ১২ মে সদর আসনের সংসদ সদস্যের সৌজন্যে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ওই এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ অংশ নেন।
ইফতারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খেজুরতলা মসজিদের খতিব মাওলানা আমান উল্লাহ কাসেমী।