ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা মাদারগঞ্জে ক্লাব ফুটবল টুর্নামেন্টে উত্তর চরবওলা স্পোর্টিং ক্লাব এ দল চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ইসলামী সংস্কৃতি জোটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বকশীগঞ্জে আওয়ামী লীগের বাধায় পণ্ড হওয়া ফুটবল খেলা সাত বছর অনুষ্ঠিত সরিষাবাড়ীর শাহানাজ আক্তার এখন তুহিন মিয়া ভারতের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে লন্ডনগামী বিমান বিধ্বস্ত কেন্দুয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষায় মাদারগঞ্জে দুই শতাধিক বৃক্ষরোপণ ৭৫ দিন নিখোঁজ থাকা নুহাশকে উদ্ধার করল সেনাবাহিনী

সরিষাবাড়ীতে অন্তরার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ীতে স্কুলছাত্রী অন্তরা আত্মহত্যার ঘটনার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ীতে স্কুলছাত্রী অন্তরা আত্মহত্যার ঘটনার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ছোঁয়া সাহা অন্তরার আত্মহত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি পেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ২৪ এপ্রিল ক্লাশ শুরুর আগে সকাল ৯টার দিকে বিদ্যালয়টির মাঠে ও প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, সহকারী শিক্ষক তপন চন্দ্র সাহা, দশম শ্রেণির ছাত্রী কেয়া আক্তার, নবম শ্রেণির ছাত্রী মাঈশা আক্তার ও পূজা রানী সাহা, অষ্টম শ্রেণির ছাত্রী শাকিলা আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী দিশা ও আখি প্রমুখ। বক্তারা মেধাবী ছাত্রী অন্তরার আত্মহত্যার প্ররোচণার অভিযোগে দায়ের করা মামলার সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা মেয়েদের নিরাপদে চলাফেরা করতে বখাটেদের উৎপাত বন্ধ করার দাবিও জানান। পরে তারা এ ঘটনার ন্যায়বিচার চেয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন।

উল্লেখ্য, সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকার মো. মতিউর রহমান তালুকদারের ছেলে মো. তৌহিদুর রহমান তালুকদার ওরফে তানিন দীর্ঘ দিন ধরে অন্তরাকে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ ২০ এপ্রিল তাকে রাস্তায় পথরোধ করে মুখচেপে ধরে সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয় তানিন। ২২ এপ্রিল রাতে নিজ বাড়িতে ওই ছাত্রী আত্মহত্যা করে।

মেয়েকে উত্যক্ত করা ও সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে অন্তরার বাবা ব্যবসায়ী নারায়ণচন্দ্র সাহা বাদী হয়ে ২৩ এপ্রিল সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ঘটনার মূলহোতা তৌহিদুর রহমান তালুকদার ওরফে তানিন ও তার সহযোগী ছয়জনের নামে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ ২৩ এপ্রিল দুপুরে ওই মামলার আসামি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের কালু তালুকদারের ছেলে রিয়াদ তালুকদারকে (৩০) গ্রেপ্তার করেছে। মামলাটির প্রধান আসামি তানিন ও অন্যান্যরা গা ঢাকা দিয়েছে।

সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন অভিযোগ করে বলেন, উত্ত্যক্তের কারণেই মেধাবী ছাত্রী অন্তরা আত্মহত্যা করলেও বিদ্যালয়ের চারপাশে এবং রাস্তায় বখাটেদের আনাগোনা ও উৎপাত এখনও বন্ধ হয়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ওই ছাত্রী অন্তরার আত্মহত্যার ঘটনার মূলহোতা তানিনসহ মামলাটির অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

সরিষাবাড়ীতে অন্তরার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
সরিষাবাড়ীতে স্কুলছাত্রী অন্তরা আত্মহত্যার ঘটনার ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ছোঁয়া সাহা অন্তরার আত্মহত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি পেশ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ২৪ এপ্রিল ক্লাশ শুরুর আগে সকাল ৯টার দিকে বিদ্যালয়টির মাঠে ও প্রধান ফটকের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, সহকারী শিক্ষক তপন চন্দ্র সাহা, দশম শ্রেণির ছাত্রী কেয়া আক্তার, নবম শ্রেণির ছাত্রী মাঈশা আক্তার ও পূজা রানী সাহা, অষ্টম শ্রেণির ছাত্রী শাকিলা আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী দিশা ও আখি প্রমুখ। বক্তারা মেধাবী ছাত্রী অন্তরার আত্মহত্যার প্ররোচণার অভিযোগে দায়ের করা মামলার সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা মেয়েদের নিরাপদে চলাফেরা করতে বখাটেদের উৎপাত বন্ধ করার দাবিও জানান। পরে তারা এ ঘটনার ন্যায়বিচার চেয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন।

উল্লেখ্য, সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি এলাকার মো. মতিউর রহমান তালুকদারের ছেলে মো. তৌহিদুর রহমান তালুকদার ওরফে তানিন দীর্ঘ দিন ধরে অন্তরাকে উত্যক্ত করে আসছিল। সর্বশেষ ২০ এপ্রিল তাকে রাস্তায় পথরোধ করে মুখচেপে ধরে সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয় তানিন। ২২ এপ্রিল রাতে নিজ বাড়িতে ওই ছাত্রী আত্মহত্যা করে।

মেয়েকে উত্যক্ত করা ও সেলফি তুলে ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে অন্তরার বাবা ব্যবসায়ী নারায়ণচন্দ্র সাহা বাদী হয়ে ২৩ এপ্রিল সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় ঘটনার মূলহোতা তৌহিদুর রহমান তালুকদার ওরফে তানিন ও তার সহযোগী ছয়জনের নামে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ ২৩ এপ্রিল দুপুরে ওই মামলার আসামি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামের কালু তালুকদারের ছেলে রিয়াদ তালুকদারকে (৩০) গ্রেপ্তার করেছে। মামলাটির প্রধান আসামি তানিন ও অন্যান্যরা গা ঢাকা দিয়েছে।

সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন অভিযোগ করে বলেন, উত্ত্যক্তের কারণেই মেধাবী ছাত্রী অন্তরা আত্মহত্যা করলেও বিদ্যালয়ের চারপাশে এবং রাস্তায় বখাটেদের আনাগোনা ও উৎপাত এখনও বন্ধ হয়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ওই ছাত্রী অন্তরার আত্মহত্যার ঘটনার মূলহোতা তানিনসহ মামলাটির অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত হয়েছে।