
সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর উপজেলায় মানববন্ধন পালিত হয়েছে। ২০ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদের ফটকের সামনে ইসলামপুর সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
পৌর আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম নূরের সঞ্চালনায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখে জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াছমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম ও শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ।
বক্তারা নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান।
