
বাংলারচিঠিডটকম ডেস্ক : ফেনীতে অগ্নিদগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি মারা গেছেন। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক চিকিৎসক সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১০ এপ্রিল সকাল থেকে তিনি আর চোখ খুলছিলেন না। নড়াচড়াও করতে পারছিলেন না। ৮ এপ্রিল থেকে নুসরাতকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সূত্র : ডেইলি বাংলাদেশ