
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শ্মশান ঘাটের পাশের রাস্তা থেকে ২৯ মার্চ সকালে নবজাতক (এক দিন বয়স) এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। ওই নবজাতক বর্তমানে বকশীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ২৯ মার্চ সকাল ৭টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার শ্মশান ঘাটে শিশুটির কান্না শুনে আশেপাশের লোকজন শিশুটির কাছে এগিয়ে যায়। এ খবর পেয়ে বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর রহিমা বেগম ঘটনাস্থলে গিয়ে কন্যা সন্তানটি উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় চিকিৎসার জন্য বকশীগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠি ডটকমকে বলেন, এখন পর্যন্ত নবজাতক শিশুটির পরিচয় পাওয়া যায়নি। নবজাতকের চিকিৎসা শেষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।