
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, নবনির্বাচিত পৌর মেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৮ মার্চ বিকেলে পৌর এলাকায় অবস্থিত খয়ের উদ্দিন আলিম মাদরাসা কর্তৃপক্ষ নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর ও ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারকে সংবর্ধনা দেয়। মাদরাসাটির মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসাটির অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি মানিক সওদাগর, সাবেক অধ্যক্ষ ছামিউল হক আনছারী, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম বাবু, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর মাদরাসাটির উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে মাদরাসার গভর্নিং বডির সদস্য, পৌর কাউন্সিলর, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।