
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজের উদ্যোগে দেয়ালিকা উন্মোচন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের উপদেষ্টা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক এস এম আল আমিন, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক নুসরাত জাহান, প্রভাষক মৌরি সাহা, শিক্ষার্থী সাদিয়া আফরিন ও আলমগীর হাসান প্রমুুখ।
দিবসটি উদযাপনে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।