
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের টানা চারবারের নির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১ মার্চ সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া ইউনিয়নের পাঁচটি স্থানে তাকে এ সংবর্ধনা দেয় স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, আইরমারী মাদরাসা মাঠে, কামালের বার্তী কে বি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, ঠান্ডারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, গাজীরপাড়া বাজারে ও সাধুরপাড়া মাদরাসা মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় তার সঙ্গে সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর, শামসুল আলম, রমেশ চন্দ্র রায়, নুরুল ইসলাম বাদশা, মাজহারুল ইসলাম আনছার, নুর ইসলাম তোতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চতুর্থবারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ তালুকদার।