নিউজিল্যান্ডে মসজিদে হামলায় তিন বাংলাদেশিসহ নিহত ৪৯
বাংলারচিঠি ডটকম ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় তিন বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। এতে অন্তত; ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ড পুলিশ কমিশনার মাইক বুশ। হামলার সময় মসজিদের কাছেই ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াগরা। যদিও তারা সবাই সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।
হামলার পর পরই গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনা জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন মহিলা।
১৫ মার্চ বেলা পৌনে ২টা। মসজিদের ভেতরে চলছে জুম্মার নামাজ। জড়ো শত শত মুসল্লি। হঠাৎ গুলির শব্দ। ছুটোছুটি শুরু হয় গেল মসজিদের ভেতর। সেনার পোশাকে থাকা বন্দুকধারী নির্বিচারে চালায় গুলি। মুহূর্তে রক্তে ভেসে যায় মসজিদ চত্বর। মসজিদে এধরনের হামলার ঘটনাকে দেশের অন্ধকারতম দিনগুলির মধ্যে একটি বলে উল্লেখ করে তাৎক্ষনিক ব্রিফ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, সেনার পোশাকে মসজিদের ভেতর ঢুকেছিল ওই বন্দুকধারী।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কালো পোশাকে মসজিদের ভেতর ঢুকেছিল ওই বন্দুকধারী। তার কথায়, তখন মসজিদের অন্য একটি দরজার সামনে দাড়িয়েছিলাম। জুম্মার নামাজ চলছিল। হঠাৎ গুলি চালাতে শুরু করে ওই বন্দুকবাজ সন্ত্রাসী। কম করে চার-পাঁচ জনকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, ক্রাইস্টচার্চের সব স্কুল বন্ধ করা হয়েছে। এছাড়া সাধারণ চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি বলেন, ঘটনায় গুরুতর আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদের আশপাশের দুই কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ক্রাইস্টচার্চে অবস্থান করছে। ১৬ মার্চ বাংলাদেশ সময় ভোরে হ্যাগলি ওভালে স্বাগতকদের বিপক্ষে টাইগারদের খেলতে নামার কথা ছিল।
এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি সমঝোতার ভিত্তিতে বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সূত্র : ডেইলি বাংলাদেশ
সর্বশেষ
- জামালপুরে লকডাউন বাস্তবায়নে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস
- জামালপুরে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
- অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে : প্রধানমন্ত্রী
- দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ড ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১৭ জন
- বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড
- ব্রাজিলে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৩৫৬০ জন
- বকশীগঞ্জে রমজান উপলক্ষে ব্যারিস্টার সামির ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
- রাশিয়ার ১০ জন কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
- লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
- যাদের চলাচলে ‘মুভমেন্ট পাস’ লাগবে না
- ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, নির্দেশনা অমান্যে বিভিন্ন দোকানে জরিমানা
- বিএনপি ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত