সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না গণফোরামের মোকাব্বির খান
বাংলারচিঠি ডটকম ডেস্ক : গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্য মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। ৭ মার্চ শপথ নেয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে এসে দলীয় সিদ্ধান্তের কারণে শপথ নিচ্ছেন না তিনি। এদিকে, গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ৭ মার্চ বেলা ১১ টায় নির্ধারিত সময়েই শপথ নিতে যাচ্ছেন।
৬ মার্চ এই দুই সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। খবর ডেইলি বাংলাদেশের।
মোকাব্বির খান বলেন, আমি শুরু থেকেই দলীয় সিদ্ধান্ত মেনে আসছি। দল শপথের বিষয়ে ইতিবাচক থাকায় আমি ৭ মার্চ শপথ নিতে চিঠি দিয়েছিলাম। এখন আমাদের দল গণফোরামের প্রেসিডেন্ট ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টুর নির্দেশে আমি শপথ নেয়া থেকে বিরত থাকছি। একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।
এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
সুলতান মোহাম্মদ মনসুর জানান, আমি শপথ নিচ্ছি। ৭ মার্চ বেলা ১১ টায় শপথ নেবো।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, দলের সিদ্ধান্ত মেনে শপথ নেয়া থেকে বিরত থাকছেন মোকাব্বির খান। তিনি অনিবার্য কারণে দেখিয়ে আগামীকাল শপথ নিতে পারবেন না বলে সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। আর সুলতান মোহাম্মদ মনসুরের ব্যাপারে আমাদের জানা নেই।
তিনি আরো বলেন, কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ
সর্বশেষ
- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস
- জামালপুরে একজন ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
- অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে : প্রধানমন্ত্রী
- দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ড ১০১ জনের মৃত্যু, শনাক্ত ৪৪১৭ জন
- বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড
- ব্রাজিলে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছে ৩৫৬০ জন
- বকশীগঞ্জে রমজান উপলক্ষে ব্যারিস্টার সামির ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ
- রাশিয়ার ১০ জন কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
- লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত
- যাদের চলাচলে ‘মুভমেন্ট পাস’ লাগবে না
- ইসলামপুরে লকডাউন কার্যকরে তৎপর প্রশাসন, নির্দেশনা অমান্যে বিভিন্ন দোকানে জরিমানা
- বিএনপি ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে : সেতুমন্ত্রী
- ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত
- দেওয়ানগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের কঠোর নজরদারি