জামালপুর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
১০ মার্চ অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে বিশেষ বর্ধিত সভা করেছে পৌর আওয়ামী লীগ। ৫ মার্চ শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান, জেলা শ্রমিকলীগের সদস্য আক্তারুজ্জামান বেলাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিটু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, ১০ মার্চ অনুষ্ঠিতব্য জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে জেলা যুবমহিলা লীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। পাশাপাশি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যাপারে নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনার কথা জানান নেতৃবৃন্দ।
সভায় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এর অন্তর্গত সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- মুভমেন্ট পাস পেতে যা করতে হবে
- করোনাভাইরাস মোকাবিলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
- চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা
- বকশীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ইলেক্ট্রিশিয়ানদের সমস্যা নিয়ে ডিজিএমের মতবিনিময় অনুষ্ঠিত
- বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ
- কাল পহেলা বৈশাখ, বাংলা ১৪২৮ সালের প্রথম দিন
- করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছে ৬৯ জন, শনাক্ত ৬০২৮
- ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- ইসলামপুর থানার ওসি’র বিদায় ও নবাগতকে বরণ
- চলে গেলেন অধ্যক্ষ মাওলানা জাকারিয়া
- করোনাভাইরাসের মতো অদৃশ্যশত্রুর মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণের বিকল্প নেই : প্রধানমন্ত্রী
- মসজিদে তারাবি নামাজে ইমামসহ অংশ নিতে পারবেন ২০ জন
- দেশে করোনায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যুর রেকর্ড
- ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা : প্রজ্ঞাপন জারি
- বিদেশ থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ