মন্ত্রিসভায় ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা
বাংলারচিঠি ডটকম ডেস্ক : মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
মন্ত্রিসভাকে ওবায়দুল কাদেরের স্বাস্থের অবস্থা সম্পর্কে অবহিত করা হয় এবং মন্ত্রিসভা দেশবাসীর কাছে তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন, মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
‘হাসপাতাল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে, তাঁর (কাদের) শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং বিশিষ্ট ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি বাংলাদেশী চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসায় যোগ দিয়েছেন, বলেন মন্ত্রী পরিষদ সচিব।
শফিউল আলম বলেন, ‘ডাক্তার দেবী শেঠির মতামতের ওপর ভিত্তি করেই ওবায়দুল কাদেরের চিকিৎসা দেশে বা বিদেশে, কোথায় হবে তা নির্ধারণ করা হয়।’
ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ মার্চ সকালে প্রথমে বিএসএমএমইউ’র আইসিইউতে ভর্তি হন। সেখান থেকে পরে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
এদিকে এদিনের মন্ত্রিসভা ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
শফিউল আলম বলেন, এ সংক্রান্ত ১৯৮৩ সালের বিদ্যমান সামরিক অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে এই খসড়া আইনটি অনুমোদন দেয়া হয়েছে।
তিনি বলেন খসড়া আইন অনুযায়ী পূর্বের ১০ সদস্যের বোর্ডকে এখন ২০ সদস্যে উন্নীত করা হয়েছে, যার প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রী।
বৈঠকে মন্ত্রীসভাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি জার্মানী সফর এবং ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে অবহিত করা হয়।
এ ছাড়া মন্ত্রীসভাকে পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে ভারতের নয়াদিল্লীতে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জয়েন্ট কনসালটেটিভ কমিশন এর ৫ম সভায় অংশ গ্রহণ সম্পর্কে অবহিত করা হয় ।
বৈঠকে মন্ত্রীসভাকে ,সিঙ্গাপুরে ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘থার্ড ফোরাম অফ মিনিস্টার্স এন্ড এনভায়রনমেন্ট অথরিটিস অফ এশিয়া প্যাসিফিক’-এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর অংশ গ্রহণ সম্পর্কে অবহিত করা হয়।
এদিকে, বৈঠকের শুরুতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত ও ৫৫ জন আহত হওয়ায় একটি শোক প্রস্তাব গ্রহন করে মন্ত্রীসভা।
পরবর্তীতে পলান সরকার পরলোক গমন করায় অপর একটি শোক প্রস্তাবও মন্ত্রিসভায় গৃহীত হয়।
সূত্র : বাসস
সর্বশেষ
- মসজিদে তারাবি নামাজে ইমামসহ অংশ নিতে পারবেন ২০ জন
- দেশে করোনায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যুর রেকর্ড
- ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা : প্রজ্ঞাপন জারি
- বিদেশ থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ
- বকশীগঞ্জে বীজ ও সার বিতরণ
- জামালপুরে সাংবাদিক গড়ার কারিগর শফিক জামানকে স্মরণ
- লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা
- সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
- তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব
- বিশ্বে নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলুবীজ সংগ্রহ মূল্য বাড়ানোর দাবি বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের
- শিশুর কাশি হলে কী করবেন?
- সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল
- মিতা হকের দাফন সম্পন্ন
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত