মিশরে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সিসির কঠোর সমালোচনায় এরদোগান

বাংলারচিঠি ডটকম ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান মিশরে সম্প্রতি নয়জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি’র কঠোর সমালোচনা করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এরদোগান তুরস্কের টিভি চ্যানেল সিএনএন-তুর্ক ও কানাল ডি-কে বলেন, ‘তার মতো মানুষের’ সঙ্গে তিনি আলোচনা করতে চান না।
২৩ ফেব্রুয়ারি এরদোগান বলেন, ‘সম্প্রতি তারা নয়জন তরুণকে হত্যা করেছে। এ ধরনের ঘটনাকে আমরা মেনে নিতে পারি না।’
২০১৫ সালে মিশরের প্রসিকিউটর জেনারেলকে হত্যার জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত নয়জনের রায় ২০ ফেব্রুয়ারি কার্যকর করা হয়।
এরদোগান বলেন, ‘অবশ্যই আমরা বলছি যে এটা বিচারিক সিদ্ধান্ত। কিন্তু সেখানকার বিচার ব্যবস্থা ও নির্বাচনসহ সবকিছুই অর্থহীন। মিশরে স্বৈরতন্ত্র ব্যবস্থা এমনকি একতান্ত্রিকতা চলছে।’
তিনি আরো বলেন, ‘এখন আমি জবাব দিচ্ছি, কেন তাইপ এরদোগান সিসি’র সাথে আলোচনায় বসে না। অনেক মধ্যস্থতাকারী এসেছেন। কিন্তু আমি তার মতো মানুষের সাথে কখনোই আলোচনায় বসব না।’
২০১৩ সালে সিসির নেতৃত্বে মিশরের সামরিক বাহিনী তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উচ্ছেদ করার পর থেকে কায়রো ও আঙ্কারার মধ্যে কার্যত কোন সম্পর্ক নেই। মুরকি এরদোগানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।
এরদোগান বলেন, ‘প্রথমে সিসিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। যতক্ষণ সিসি এটা না করবেন, আমরা তার সঙ্গে আলোচনায় বসতে পারব না।’
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও মিশরের সাম্প্রতিক ওই মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে।
সূত্র : বাসস
সর্বশেষ
- লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা
- সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
- তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব
- বিশ্বে নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলুবীজ সংগ্রহ মূল্য বাড়ানোর দাবি বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের
- শিশুর কাশি হলে কী করবেন?
- সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল
- মিতা হকের দাফন সম্পন্ন
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত
- চলমান ‘লকডাউন’ ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি
- মেলান্দহে মাড়াই যন্ত্র বিতরণ
- মেলান্দহে একই রাতে দুই বাড়িতে চুরি, আটক ১
- বকশীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ
- বকশীগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু
- শেরপুরে বালু উত্তোলনের ইজারা বাতিল চেয়ে মানববন্ধন