ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন সরিষাবাড়ীতে ১৯ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিএনপি সংস্কার চায় না, জল ঘোলা করতেই এমন অভিযোগ : আমীর খসরু প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সাক্ষাৎ অপপ্রচারের প্রতিবাদে মাদারগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন বিএফডিসির সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: মাহফুজ আলম পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায় ফিরেছে : প্রেস সচিব ইস্তাম্বুলের উপকূলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বিমান ছিনতাইকারী নিহত

মেজর জেনারেল মতিউর রহমান প্রেস ব্রিফিং করেন। ছবি: সংগৃহীত

মেজর জেনারেল মতিউর রহমান প্রেস ব্রিফিং করেন। ছবি: সংগৃহীত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী ফ্লাইট ছিনতাইকারী নিহত হয়েছেন। এছাড়া বিমানের ক্রুসহ সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

২৪ ফেব্রুয়ারি সন্ধা ৬টার দিকে এক প্যারা কমান্ডো বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুলের নেতৃত্বে আট মিনিটের অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় সেনা স্পেশাল ফোর্স, নৌ কমান্ডো, সোয়াত ও র‌্যাব সদস্যরা।

অভিযানের পর রাত পৌনে নয়টার দিকে ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মতিউর রহমান চট্টগ্রাম বিমান বন্দরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, নিহত ছিনতাইকারীর নাম মাহাদী। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। মাহাদীর কাছে একটি পিস্তল ছিল। কমান্ডোরা যখন উদ্ধার অভিযান চালাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি।

তিনি আরো বলেন, ওই ছিনতাইকারীকে প্রথমে আত্মসমর্পণ করার আহবান জানানো হয়। তখন সে আক্রমনাত্মক হয়ে উঠে। তখন উদ্ধারকারী দলের সঙ্গে তার গুলাগুলি হয়। তখন সে গুলিবিদ্ধ হয়। পরে নিহত হয়েছে বলে তিনি শুনেছেন বলে জানান।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জিম্মি সঙ্কটের অবসান ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে উদ্ধার অভিযানের সময় যে কোনো দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে অবস্থান নেয় বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন।

সূত্র জানায়, বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। সাড়ে তিনটায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম আসার পথেই ওই ছিনতাইকারী পিস্তল হাতে বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করে। এ সময় পাইলট ও কেবিন ক্রুরা বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

ছিনতাইকারীর কবলে থাকাকালীন সময়ে দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খীতে যাত্রী হিসেবে ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ভেতরে একজন হাইজ্যাকার আছে। তিনি বাঙালি। বিমান থেকে সব যাত্রীকে নামানো হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বিমান ছিনতাইকারী নিহত

আপডেট সময় ১০:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
মেজর জেনারেল মতিউর রহমান প্রেস ব্রিফিং করেন। ছবি: সংগৃহীত

বাংলারচিঠি ডটকম ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী ফ্লাইট ছিনতাইকারী নিহত হয়েছেন। এছাড়া বিমানের ক্রুসহ সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

২৪ ফেব্রুয়ারি সন্ধা ৬টার দিকে এক প্যারা কমান্ডো বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুলের নেতৃত্বে আট মিনিটের অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় সেনা স্পেশাল ফোর্স, নৌ কমান্ডো, সোয়াত ও র‌্যাব সদস্যরা।

অভিযানের পর রাত পৌনে নয়টার দিকে ২৪ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল মতিউর রহমান চট্টগ্রাম বিমান বন্দরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, নিহত ছিনতাইকারীর নাম মাহাদী। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। মাহাদীর কাছে একটি পিস্তল ছিল। কমান্ডোরা যখন উদ্ধার অভিযান চালাচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তিনি।

তিনি আরো বলেন, ওই ছিনতাইকারীকে প্রথমে আত্মসমর্পণ করার আহবান জানানো হয়। তখন সে আক্রমনাত্মক হয়ে উঠে। তখন উদ্ধারকারী দলের সঙ্গে তার গুলাগুলি হয়। তখন সে গুলিবিদ্ধ হয়। পরে নিহত হয়েছে বলে তিনি শুনেছেন বলে জানান।

এদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জিম্মি সঙ্কটের অবসান ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে উদ্ধার অভিযানের সময় যে কোনো দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে অবস্থান নেয় বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন।

সূত্র জানায়, বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। সাড়ে তিনটায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রাম আসার পথেই ওই ছিনতাইকারী পিস্তল হাতে বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করে। এ সময় পাইলট ও কেবিন ক্রুরা বিকেল ৫টা ৪১ মিনিটের দিকে ফ্লাইটটি জরুরিভাবে শাহ আমানতে অবতরণ করান।

ছিনতাইকারীর কবলে থাকাকালীন সময়ে দুবাইগামী ফ্লাইট ময়ূরপঙ্খীতে যাত্রী হিসেবে ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। তিনি বলেন, ভেতরে একজন হাইজ্যাকার আছে। তিনি বাঙালি। বিমান থেকে সব যাত্রীকে নামানো হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ