জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠনে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি, সংসারে শান্তি প্রতিষ্ঠা, সমাজের সার্বিক উন্নয়ন এবং কর্মক্ষেত্রে বৈষম্য নিরসনে এবং সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পরিবর্তনকারী পরিবার গঠন বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান।
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন, সদর উপজেলা সমন্বয়কারী রেজাউল ইসলাম, জেন্ডার বিষয়ক কর্মকর্তা মুক্তি মহানায়ক প্রমুখ।
উল্লেখ, পরিবারে বিভিন্ন গৃহস্থালি কাজে পুরুষ বা কর্তা ব্যক্তি পরিবারে তার সামর্থ ও সুযোগ অনুযায়ী শ্রম, মেধা বিনিয়োগ করবে, সন্তান লালন-পালনে ভূমিকা রাখবে, একটি গোছানো সংসার তৈরি পাশাপাশি পারিবারিক অংশীদারিত্ব অটুট রেখে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করবে। আর এ ধরনের পরিবার গড়ে তোলার জন্য কৌশল, জ্ঞান ও দক্ষতা অর্জনের উদ্দেশ্যে এই প্রশক্ষিণের আয়োজন করা হয়।
পারিবারিক পর্যায়ে জেন্ডার সমতা উন্নয়নে এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে পুরুষদের সচেতন করার জন্য এনএসভিসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে জামালপুর সদর উপজেলায় কর্মরত কমিউনিটি সহায়ক ও ইউনিয়ন সহায়কগণ অংশ নেন।
উল্লেখ, অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুরে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।
সর্বশেষ
- লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা
- সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
- তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব
- বিশ্বে নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলুবীজ সংগ্রহ মূল্য বাড়ানোর দাবি বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের
- শিশুর কাশি হলে কী করবেন?
- সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল
- মিতা হকের দাফন সম্পন্ন
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত
- চলমান ‘লকডাউন’ ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি
- মেলান্দহে মাড়াই যন্ত্র বিতরণ
- মেলান্দহে একই রাতে দুই বাড়িতে চুরি, আটক ১
- বকশীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ
- বকশীগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু
- শেরপুরে বালু উত্তোলনের ইজারা বাতিল চেয়ে মানববন্ধন