ইজতেমার কারণে এসএসসি’র তিন পরীক্ষা পেছাল

বাংলারচিঠি ডটকম ডেস্ক : বিশ্ব ইজতেমার কারণে ফেব্রুয়ারির ১৬, ১৭ ও ১৮ তারিখের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ১০ ফেব্রুয়ারি পরীক্ষা পেছানোর এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার। খবর ডেইলি বাংলাদেশের।

তপন কুমার জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য ব্যবহারিক পরীক্ষারও সময় পিছিয়ে যাবে।

তিনি আরো জানান, ২৬ ফেব্রুয়ারির সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৪ থেকে ১০ মার্চের মধ্যে।

তাবলিগ জামাতের সবচেয়ে বড় ইসলামি সম্মেলন বিশ্ব ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী টঙ্গীর তুরাগ তীরে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad