সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম
গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে শেরপুরে উৎসবমুখর পরিবেশে শীতের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পৌর লেডিস ক্লাবের উদ্যোগে শহরের বটতলা এলাকায় পৌরসভা ভবন চত্ত্বরে আয়োজিত ওই পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, পৌর সচিব আবু লায়েছ বজলুল করিম প্রমুখ।
চিতই, ভাঁপা, পুলি, সবজি পুলি, পাটিসাপটা, ডালের পিঠা, তালের পিঠা, ঝাল পিঠা, কেক পিঠা, পাক্কন পিঠা, বিস্কুট পিঠা, সেমাই পিঠাসহ স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠাসহ প্রায় ৫০ রকমের পিঠার সমাহারে বসে ওই পিঠা উৎসবের ২২টি স্টলে। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শনার্থীরা স্টলগুলো থেকে পিঠা কিনে খাওয়ার পাশাপাশি বাড়ির জন্যও নিয়ে যান। পিঠা উৎসবে বিপুল সংখ্যক নারী ও শিশুর ভিড় ছিল লক্ষ্যণীয়।