শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়। শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগ্রন্থাগারের ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

sarkar furniture Ad
Green House Ad