বাঁশচড়ায় প্রতিপক্ষের কোদালের কোপে এক কৃষক নিহত
জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুর সদর উপজেলায় প্রতিপক্ষের কোদালের কোপে আব্দুর রাজ্জাক (৫০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। ৩০ জানুয়ারি দুপুরে উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে জমির বিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত আব্দুর রাজ্জাক বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি একই গ্রামের মৃত মহির উদ্দিন সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর সোনারুপাড়া গ্রামের কৃষক বাবুল মিয়ার সাথে তার সৎ বড়ভাই আব্দুর রাজ্জাকের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ৩০ জানুয়ারি দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বাবুল মিয়া কোদাল দিয়ে তার সৎভাই আব্দুর রাজ্জাকের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিল ৩০ জানুয়ারি রাতে বাংলারচিঠি ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রাজ্জাকের স্বজনরা ময়মনসিংহে রয়েছেন। ৩১ জানুয়ারি ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে আনা হবে। এ ব্যাপারে নিহতের স্বজনরা থানায় মামলা দায়ের করবে বলেও তিনি জানিয়েছেন।
সর্বশেষ
- লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা
- সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
- তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব
- বিশ্বে নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলুবীজ সংগ্রহ মূল্য বাড়ানোর দাবি বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের
- শিশুর কাশি হলে কী করবেন?
- সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল
- মিতা হকের দাফন সম্পন্ন
- খালেদা জিয়া করোনায় আক্রান্ত
- চলমান ‘লকডাউন’ ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি
- মেলান্দহে মাড়াই যন্ত্র বিতরণ
- মেলান্দহে একই রাতে দুই বাড়িতে চুরি, আটক ১
- বকশীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খাদ্য সামগ্রী বিতরণ
- বকশীগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় শুরু
- শেরপুরে বালু উত্তোলনের ইজারা বাতিল চেয়ে মানববন্ধন