জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. সালেমুজ্জামান জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন। ৩০ জানুয়ারি সকালে তিনি তার এই দায়িত্বভার গ্রহণ করেন।
টাঙ্গাইল জেলার মধুপুরের সন্তান মো. সালেমুজ্জামান ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করে নিষ্ঠার সাথে জেলার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৩০ জানুয়ারি সকালে নতুন কর্মস্থলে যোগদান করার পর জেলায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী-শিশু নির্যাতন, চুরি, ছিনতাই, ডাকাতি, ভূমিদস্যুতাসহ সব ধরনের অপরাধ নির্মূলে সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ঢাকায় সিআইডিতে বদলি হয়েছেন।