মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ : ট্রাম্পের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা
বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কি হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। বিরোধী ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই নির্বাচনে তার অংশগ্রহণের বিষয় নিয়ে তীব্র কৌতুক শুরু করেছে। কিন্তু ট্রাম্প কি আসলেই দুই বছর পরের ওই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন? খবর এএফপি’র।
কোনো কোনো জরিপের মতে, ট্রাম্প্রকে তার দলের মনোনয়ন পেতেই গলদঘর্ম হতে হবে। প্রাথমিক চ্যালেঞ্জ মোকাবেলাই হতে পারে তার জন্যে এক কঠিন লড়াই।
সরকারের অধিকাংশ কার্যক্রমে অচলাবস্থার জন্য ট্রাম্পকেই দায়ী করা হচ্ছে। এছাড়াও তিনি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের তার নির্বাচনী অঙ্গীকার পূরণেও ব্যর্থ হয়েছেন।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে তার প্রচারণা দলের সদস্যরা রাশিয়ার সঙ্গে গোপনে আঁতাত করেছিল কিনা বিশেষ কাউন্সেল রবার্ট মুলার এখনো সে ব্যাপারে তার তদন্ত প্রতিবেদন জমা দেননি।
কোন প্রেসিডেন্টকে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য তারই দলের পক্ষ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া খুবই ব্যতিক্রমী ঘটনা। তবে এমনটা আগেও ঘটেছে।
১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্ণর রোনাল্ড রিগ্যান রিপাবলিকান দলের মনোনয়নের জন্য তৎকালীন প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর চার বছর পর তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার ম্যাসাচুসেটস এর সিনেটর টেড কেনেডির তরফ থেকে দলীয় মনোনয়নের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন। ১৯৯২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দলীয় মনোনয়নের প্রতিদ্বন্দ্বিতায় প্যাট বুচাননকে ঠেকিয়ে দিতে সক্ষম হন। তবে তারা তিনজনই সাধারণ নির্বাচনে পরাজিত হন।
যদিও এখন পর্যন্ত কোন রিপাবলিকান বলেননি যে তিনি ট্রাম্পের দলীয় মনোয়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন। তবে বেশ কয়েকটি নাম ইতোমধ্যে শোনা গেছে। ওহাইওর সাবেক গভর্ণর জন কাসিচ দলীয় মনোনয়নের ক্ষেত্রে একজন সম্ভাব্য প্রার্থী। তিনি ২০১৬ সালের নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন। ৬৬ বছর বয়সী মধ্যপন্থী রিপাবলিকান কাসিচও প্রার্থী হওয়ার সম্ভাবনা বাতিল করে দেননি।
মেরিল্যাণ্ডের গভর্ণর ল্যালি হোগানও ট্রাম্পের মাথাব্যথার কারণ হতে পারেন। তিনি নভেম্বরে ডেমোক্র্যাট দুর্গে আঘাত হেনে একটি রাজ্যে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ট্রাম্প কি আসলেই প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এ জল্পনা কল্পনা যখন তুঙ্গে তখন হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস এর পরিচালক মার্সিডস স্ক্যালাপ সোমবার এ বিষয়ক এক প্রশ্নের জবাবে সম্ভাবনার কথাই তুলে ধরেন।
সূত্র : বাসস
সর্বশেষ
- করোনাভাইরাসের মতো অদৃশ্যশত্রুর মোকাবেলায় শান্তিরক্ষীদের উপযুক্ত প্রশিক্ষণের বিকল্প নেই : প্রধানমন্ত্রী
- মসজিদে তারাবি নামাজে ইমামসহ অংশ নিতে পারবেন ২০ জন
- দেশে করোনায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যুর রেকর্ড
- ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা : প্রজ্ঞাপন জারি
- বিদেশ থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছেন ড. হাছান মাহমুদ
- বকশীগঞ্জে বীজ ও সার বিতরণ
- জামালপুরে সাংবাদিক গড়ার কারিগর শফিক জামানকে স্মরণ
- লসঅ্যাঞ্জেলেসে তিন শিশু সন্তানকে হত্যা করলেন মা
- সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
- তিন সেনা সদস্যের শিরশ্ছেদ করল সৌদি আরব
- বিশ্বে নতুন করে ৬ লাখ ৪৬ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলুবীজ সংগ্রহ মূল্য বাড়ানোর দাবি বিএডিসির চুক্তিবদ্ধ চাষীদের
- শিশুর কাশি হলে কী করবেন?
- সৌদি আরবে রোজা শুরু ১৩ এপ্রিল
- মিতা হকের দাফন সম্পন্ন