মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সর্ববৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আরামনগর কামিল মাদরাসায় ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সকালে মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরামনগর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা আবেদীর সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি মাওলানা আব্দুল ওয়াহাবের পরিচালনায় দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরামনগর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোজাহেদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মমিনুল ইসলাম, মোফাসির সিরাজুল ইসলাম, প্রভাষক মনোয়ার হোসেন, মাওলানা মিনহাজ উদ্দিন, জ্যেষ্ঠ শিক্ষক সাইফুল ইসলাম টুকন, অভিভাবক সুলতান মাহমুদ, শিক্ষার্থীদের মধ্যে জাবেরিন আহম্মেদ প্রমুখ।
পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা, মাদরাসার প্রতিষ্ঠাতা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোজাহেদুল ইসলাম।